নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ আলমগীরের মৃত্যু


প্রকাশিত: ০৫:৫৬ এএম, ২১ জুন ২০১৬

টাঙ্গাইলের কালিহাতীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে আহত আলমগীর হোসেনের (৩২) মৃত্যু হয়েছে।

সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আলমগীর হোসেন উপজেলার পোষনা উত্তর পাড়া গ্রামের সুরুজ্জামান মিয়ার ছেলে।

এ ব্যাপারে কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াদুদ জানান, গত ৪ জুন ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণের সময় মেম্বার প্রার্থী আমীর আলীর সমর্থক আলমগীরসহ ১০/১২ জন জোরপূর্বক কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় পুলিশ গুলি চালায়। এসময় আলমগীর গুলিবিদ্ধ হন।

পরে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

আরিফ উর রহমান টগর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।