দিনাজপুর-৪ আসনে প্রার্থী পরিবর্তনের দাবি দুই মনোনয়নপ্রত্যাশীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ১৯ নভেম্বর ২০২৫

দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে প্রার্থী পরিবর্তন করে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির দুই মনোনয়নপ্রত্যাশী।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় দিনাজপুর প্রেসক্লাবে একসঙ্গে সংবাদ সম্মেলন করেন দিনাজপুর-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম ও কর্নেল মোস্তাফিজুর রহমান চৌধুরী।

সংবাদ সম্মেলনে তারা বলেন, গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ঘোষিত তালিকায় দিনজপুর-৪ আসন থেকে আখতারুজ্জামান মিয়ার নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণার পর থেকেই নেতাকর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আখতারুজ্জামান মিয়াকে মনোনয়ন দিলে আসনটি বিএনপির হাতছাড়া হতে পারে। এজন্য মনোনয়ন পরিবর্তন করে যোগ্য ব্যক্তিকে দেওয়ার আহ্বান জানান তারা।

এর আগে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মৌন মিছিল, মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন দলটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

এমদাদুল হক মিলন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।