সাতক্ষীরায় ইয়াবাসহ ট্রাকচালক আটক
সাতক্ষীরায় ৬ হাজার পিস ইয়াবাসহ ট্রাকচালক ইবাদুল ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে সাতক্ষীরা-যশোর সড়কের চম্পার দরগাহ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটি থামিয়ে তল্লাশি করা হয়। পরে চালকের বসার স্থানে বিশেষভাবে রাখা ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে।
আকরামুল ইসলাম/এসএস/এমএস