পটুয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী পরিবর্তন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৫
ইনসেটে নতুন প্রার্থী মাওলানা আবুল হাসান বোখারী

আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ দুমকী) আসনে দলীয় প্রার্থী পরিবর্তনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা শাখা।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী পৌরসভার ইত্যাদি সড়কের চৌরাস্তা এলাকায় সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ

পটুয়াখালী শাখার সভাপতি হাওলাদার মোহাম্মদ সেলিম বলেন, পূর্বঘোষিত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি হাবিবুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিক কার্যক্রমে অবহেলার অভিযোগে প্রার্থিতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার পরিবর্তে ওই আসনে পটুয়াখালী জেলা শাখার সদস্য মাওলানা আবুল হাসান বোখারীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম বলেন, ‌‌‘ইসলামী আন্দোলন সবসময় নৈতিকতা, শৃঙ্খলা ও সুপারিশ প্রক্রিয়াকে অগ্রাধিকার দেয়। যে কোনো অনিয়ম বা শৃঙ্খলাভঙ্গের বিরুদ্ধে দল কঠোর অবস্থান বজায় রাখবে।

সংবাদ সম্মেলনে জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলামসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

মাহমুদ হাসান রায়হান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।