ঈশ্বরদী পৌর বিএনপির নতুন কমিটি নিয়ে ক্ষোভ


প্রকাশিত: ০৭:৫০ পিএম, ২৭ জুন ২০১৬

সদ্য পুনর্গঠিত ঈশ্বরদী পৌর বিএনপির কমিটিকে কেন্দ্র করে আবারো নতুন সঙ্কটের সৃষ্টি হয়েছে। কমিটির সভাপতি আকবর আলী বিশ্বাস গোপনে এই কমিটি গঠন করে জেলা কমিটিকে বিভ্রান্ত করে অনুমোদন নিয়েছেন এই অভিযোগে অনেক নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার পশ্চিমটেংরী এলাকায় আয়োজিত ইফতার মাহফিলে এ ঘোষণা দেন তারা।

মকলেছুর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে মোবাইলে কমিটির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু বক্তব্য রাখেন। বিএনপির অনেক নেতাকর্মী এসময় নিয়মতান্ত্রিকভাবে পৌর কমিটি গঠনের দাবি জানান। তানাহলে গণপদত্যাগের হুমকি দেন তারা।

আলাউদ্দিন আহমেদ/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।