জয়পুরহাটে জাল নোটসহ আটক ১
জয়পুরহাট সদর উপজেলার হরিপুর-বড়মাঝিপাড়া এলাকা থেকে জাল নোটসহ তোফাজ্জল হোসেন (৩০) নামে একজনকে আটক করেছে র্যাব। সোমবার রাতে তাকে আটক করা হয়।
আটক তোফাজ্জল হরিপুর-বড়মাঝিপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার হরিপুর-বড়মাঝিপাড়া এলাকায় তোফাজ্জল হোসেনের বাড়ি থেকে ১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার জাল নোটসহ তাকে আটক করা হয়।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে জাল টাকা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেছে।
রাশেদুজ্জামান/এসএস/পিআর