অস্ত্রের মুখে ব্যবসায়ীর টাকা ছিনতাই : আটক ১


প্রকাশিত: ০৩:৪৪ এএম, ২৯ জুন ২০১৬
প্রতীকী ছবি

পুরাতন সাতক্ষীরার কুলিনপাড়া রাস্তায় এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি ও মারপিট করে টাকা ছিনতাই করেছে ছাত্রলীগ নেতাকর্মী। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে, ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকায় ইলিয়াছ আলী নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। ঘটনায় আহত পুরাতন সাতক্ষীরার পূর্বপাড়া এলাকার আব্দুল করিম সরদার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, গত এক সপ্তাহ আগে পৌর এলাকার আজহারুল ইসলামের ছেলে ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান আমার কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। বলে, ঘেরে মাছ ছাড়তে গেলে চাঁদা দিতে হবে।

তারপর থেকে দলবল নিয়ে বিভিন্ন সময় আমাকে হুমকি দিয়ে আসছিল। রাতে ঘের থেকে বাড়ি ফেরার সময় মেহেদী হাসান, ইলিয়াস, রকি, বজলুসহ অজ্ঞাত ৫/৬ জন অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাসিব জাগো নিউজকে জানান, জজ কোর্টের অ্যাডভোকেট এমডি সাইফুল্লাহর মাধ্যমে ঘটনাটি জানার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ইলিয়াস নামে একজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আকরামুল ইসলাম/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।