ভুয়া জামিননামা তৈরির দায়ে আটক ২


প্রকাশিত: ১২:১২ পিএম, ৩০ জুন ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া জামিননামা তৈরির ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে আল-আমিন (৩৫) ও লিলু মিয়া (৪৫) নামে দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের ভাদুরঘর থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, দীর্ঘদিন ধরে আদালতের বিচারকদের স্বাক্ষর নকল করে ভুয়া জামিননামা তৈরি করে একটি চক্র কারাগার থেকে বিভিন্ন মামলার আসামিদের মুক্ত করার বিনিময়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করছিল।  

অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে ভাদুঘর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে বেশ কয়েকটি ভুয়া জামিননামাসহ আল-আমিন ও লিলু মিয়াকে আটক করা হয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

আজিজুল সঞ্চয়/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।