পরিচ্ছন্ন রাখতে প্রিয় শহরকে ডাস্টবিন উপহার


প্রকাশিত: ০৭:২৩ এএম, ০১ জুলাই ২০১৬

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরকে উপহার হিসেবে অর্ধশাধিক ডাস্টবিন উপহার দিয়েছে ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক একটি সংগঠন।

শুক্রবার বেলা ১১টার দিকে জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে ‘এবারের ঈদ-উল-ফিতর, বদলে যাবে আমার শহর’ স্লোগানে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ডাস্টবিন হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

সংগঠনের প্রধান সমন্বয়ক বিবর্ধন রায় ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন সংগঠনের ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ঈদ-উল-ফিতরে ঈদ উপহার হিসেবে প্রিয় শহরকে ডাস্টবিন উপহার দেয়া একটি প্রশংসনীয় কাজ। তবে ডাস্টবিন দিলেই হবে না, পৌরসভা কর্তৃপক্ষকে সেগুলোকে নিয়মিত পরিস্কারের ব্যবস্থাও করতে হবে।

আজিজুল সঞ্চয়/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।