স্মারকগ্রন্থে লিখলেই জিয়া প্রথম রাষ্ট্রপতি হবেন না


প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ০১ জুলাই ২০১৬

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাড. আনিসুল হক।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নন, এটা ইতিহাস জানে। কোনো বিশ্ববিদ্যালয়ের স্মারকগ্রন্থে লেখা হলেই তিনি প্রথম রাষ্ট্রপতি হয়ে যাবেন না। যারা স্মারকগ্রন্থে জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি লিখেছেন তাদের জ্ঞান নিয়ে আমার সন্দেহ রয়েছে।

মন্ত্রী আরো বলেন, আরেফিন সাহেবের উপর (ঢাবি উপাচার্য) উপর যে হামলা হয়েছে সেটি অত্যন্ত নিন্দনীয়। যারা এ হামলা করেছে আমি তাদের শাস্তি দাবি করি।

কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েলের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আনিসুল হক ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. রাশেদুল কাওসার ভুইয়া জীবন প্রমুখ।

আজিজুল সঞ্চয়/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।