আশুগঞ্জে কর্মরত বিদেশিদের সতর্ক থাকার পরামর্শ


প্রকাশিত: ১২:৫৩ পিএম, ০২ জুলাই ২০১৬

রাজধানীর গুলশান-২ এর হলি আর্টিজান বেকারিতে বন্দুকধারীদের হামলায় বেশ কয়েকজন বিদেশি নাগরিক নিহত হওয়ার পর ব্রহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কর্মরত বিদেশি নাগরিকদেরকে নিয়ে বৈঠক করেছে পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ পিডিবি কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির অধীন বিভিন্ন প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিকদের পুলিশের পক্ষ থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৈঠকে বিভিন্ন দেশের অন্তত ১৫ জন বিদেশি নাগরিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বৈঠকে বিদেশি নাগরিকদের পূর্বের চাইতে আরও বেশি সতর্কভাবে চলাচল করতে বহিরাগতদের সঙ্গে না মেশার পরামর্শ দেয়া হয়েছে। বিদেশিদের নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ দায়িত্ব পালন করছেন বলেও জানান ওসি।

এদিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে যাতায়াতকারি ভারতে বিদেশি নাগরিকদেরকেও সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে বলে জানিয়েছেন আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার।

আজিজুল সঞ্চয়/এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।