কাওড়াকান্দি ঘাটে তীব্র যানজট


প্রকাশিত: ০৭:০৮ এএম, ০৩ জুলাই ২০১৬

রোববার সকাল থেকেই মাদারীপুর জেলার শিবচরের কাওড়াকান্দি ঘাটে লেগে রয়েছে যানজট। লঞ্চ ও স্পিডবোট ঘাটের সড়কে যত্রতত্রভাবে রাখা হয়েছে ইজিবাইক, মাহিন্দ্রা ও সবুজবাংলা গাড়ি। ফলে লঞ্চ, স্পিডবোট থেকে নেমে মহাসড়কে উঠতে যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। তাছাড়া এই স্থানে ছোট গাড়িগুলো রাখা এবং যাত্রী উঠানোয় সড়ক জুড়ে লেগে রয়েছে তীব্র যানজট।

এদিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাওড়াকান্দি ঘাট থেকে বাখরেরকান্দি পর্যন্ত দূর পাল্লার পরিবহনে আটকে রয়েছে রাস্তার একপাশ। অপর পাশ দিয়ে যাত্রীবাহী পরিবহনের মাঝে ছোট ছোট গাড়িগুলো প্রবেশ করায় দুই কিলোমিটার পথ পার হতে ঘণ্টা পার হয়ে যাচ্ছে কখনো কখনো।

তাছাড়া যানজটের কারণে ঘাট থেকে নেমে গন্তব্যের পরিবহনের কাছে পৌঁছাতে প্রায় আড়াই কিলোমিটার পথ হাঁটতে হচ্ছে।  তার উপর গুড়ি গুড়ি বৃষ্টি দুর্ভোগের পরিমাণ বাড়িয়ে দিয়েছে বলে যাত্রীরা জানান।

KawrakandiGhaat

খুলনাগামী যাত্রী উর্মি আক্তার বলেন, লঞ্চ থেকে নেমে মহাসড়কে উঠতেই লেগে গেছে বিশ মিনিট। যেখানে পাঁচ মিনিটের পথ। বৃষ্টিতে কাঁদা হওয়ায় এবং অপ্রশস্ত রাস্তার পুরোটা জুড়েই ছোট ছোট গাড়িতে আটকা থাকায় ঘাট থেকে নেমে বিপাকে পড়তে হয়েছে।

অপর এক যাত্রী জানান, ঘাট থেকে প্রায় দুই কিলোমিটার পথ পায়ে হেঁটে তারপর গাড়িতে উঠতে হয়েছে। রাস্তায় ব্যপক গাড়ির জট লেগে আছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহমেদ বলেন, যানজট নিরসনে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। লঞ্চ ঘাটের রাস্তার ছোট ছোট গাড়ি যানজট সৃষ্টি করলে আমরা ব্যবস্থা নেব।

নাসিরুল হক/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।