মঙ্গল প্রদীপ জ্বালিয়ে গুলশান ট্রাজেডির প্রতিবাদ


প্রকাশিত: ০৪:০৫ পিএম, ০৪ জুলাই ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে রাজধানীর গুলশান ট্রাজেডির প্রতিবাদ জানানো হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে গুলশান ট্রাজেডিতে নিহতদের স্মরণে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে প্রদীপ প্রজ্জলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যরা ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা নাগরিক সমাজের সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, সাহিত্য একাডেমির আহ্বায়ক কবি জয়দুল হোসেন, সংস্কৃতি ও সংবাদকর্মী মনজুরুল আলম প্রমুখ।

সভায় বক্তারা গুলশান ট্রাজেডিতে জঙ্গিদের হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, জঙ্গিরা ইসলামের নামে নিরপরাধ মানুষকে হত্যা করছে। ইসলাম শান্তির ধর্ম, যারা ইসলামের নামে মানুষ হত্যা করে তারা ইসলামের শত্রু। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এসব জঙ্গিদের মোকাবিলা করতে প্রতিটি পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে রাজধানীর গুলশান-২ এর হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়ে দেশি-বিদেশি ২০ নাগরিককে হত্যা করে। এ ঘটনায় আইন-শৃঙ্খলাবাহিনীর কমান্ডো অভিযানে ৬ জঙ্গি নিহত হয়।

আজিজুল সঞ্চয়/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।