ওরাই ওদের মুখে হাসি ফুটালো


প্রকাশিত: ০২:০৮ পিএম, ০৫ জুলাই ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় অস্বচ্ছল প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের মাঝে ঈদের পোশাক বিতরণ করে তাদের মুখে হাসি ফুটিয়েছে প্রতিবন্ধীদের নিয়ে গড়া একটি সংগঠন।

গতকাল সোমবার দুপুরে সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণে ৬০ জন প্রতিবন্ধীর মাঝে নতুন পোশাক বিতরণ করে ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশন নামের একটি সংগঠন। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সহিত্য একাডেমির আহ্বায়ক কবি জয়দুল হোসেন বিশিষ্ট শিক্ষবিদ সোপানুল ইসলাম সোপান, বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আলম।

PIC-Bbaria

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা স্পেশাল চাইল্ড। তাদের পাশে দাঁড়ালে সকল প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে একদিন। যারা তাদের ডিস্ অ্যাবেল ভাবেন তারা নিজেরাই মানিসিকভাবে ডিস্ অ্যাবেল। প্রতিবন্ধীদের মাঝে ঈদের পোশাক বিতরণের জন্য ড্রিম ফর ডিস্ অ্যাবিলিটি ফাউন্ডেশনকে ধন্যবাদও জানান তিনি।

পরে আলোচনা শেষে অতিথিবৃন্দ অস্বচ্ছল প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের হাতে ঈদের পোশাক তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড্রিম ফর ডিস অ্যাবিলিটি ফাউন্ডেশনের সভাপতি মো. হেদায়তুল আজিজ মুন্না।

আজিজুল সঞ্চয়/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।