ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ : এক ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল
ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে রাত সাড়ে ৯টার দিকে গ্রামবাসীকে রেললাইন থেকে সরিয়ে দিলে স্বাভাবিক হয় রেল চলাচল।
শনিবার রাত সাড়ে ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর ও আটলা গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কাউতলী বাসস্ট্যান্ড এলাকায় ভাড়া নিয়ে দুই সিএনজি অটোরিকশা চালকের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এরই জের ধরে রাত সাড়ে ৮টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জাগো নিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে সংঘর্ষকারীরা ঢাকা-চট্টগ্রাম রেলপথের পাঘাচং রেলওয়ে স্টেশনে অবস্থান নিলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এর ফলে ঢাকাগামী আন্তঃনগর সোনাবাংলা এক্সপ্রেস ট্রেন আখাউড়া রেলওয়ে স্টেশন ও আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. মাঈনুল ইসলাম জাগো নিউজকে জানান, রাত সাড়ে ৯টার দিকে গ্রামবাসীকে রেললাইন থেকে সরিয়ে দিলে স্বাভাবিক হয় রেল চলাচল।
আজিজুল সঞ্চয়/জেএইচ