সুজানগরে সন্দেহভাজন দুই জেএমবি সদস্য আটক


প্রকাশিত: ০৫:২৫ এএম, ১০ জুলাই ২০১৬

পাবনার সুজানগরে জিহাদী বই ও ককটেল তৈরির সরঞ্জামসহ সন্দেহভাজন দুই জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, পাবনার সুজানগর উপজেলার গগনপুর গ্রামের মো. সানাউল্লাহ (৩৫) ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ওমর ফারুক (২৬)।

সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর ইসলাম জানান, সুজানগর পৌর এলাকার পালপাড়া মহল্লায় জনৈক মির্জা আব্দুল ওহাবের বাড়িতে শনিবার রাতে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল সানাউল্লাহ ও ওমর ফারুকসহ আরও অন্তত ১৫ জন। গোপন সংবাদ পেয়ে সুজানগর থানা পুলিশ সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও সানাউল্লাহ ও ওমর ফারুককে আটক করা হয়।

পরে ঘটনাস্থল থেকে বেশকিছু জিহাদি বই ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। আটক দুইজন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) সদস্য। জিজ্ঞাসাবাদে আটকরা তাদের আরও ৪ সহযোগীর নাম জানিয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আটকদের মধ্যে সানাউল্লাহ ওই বাড়ির মালিক মির্জা আব্দুল ওহাবের শ্যালক। ভগ্নিপতির অনুপস্থিতিতে শ্যালক সানাউল্লাহ বাড়িটি দেখাশুনা করতেন।

ওসি আরও জানান, এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) জাকারিয়া বাদী হয়ে আটক দুইজনসহ নামীয় ৬ জন এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। রোববার দুপুরে আদালতের মাধ্যমে আটকদের জেলহাজতে পাঠানো হবে।

একে জামান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।