শোলাকিয়ায় হামলার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা


প্রকাশিত: ১০:৫৫ এএম, ১০ জুলাই ২০১৬

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় গ্রেফতারকৃত দুই সন্ত্রাসীসহ সহযোগী আরো কিছু অজ্ঞাতনামা সন্ত্রাসীর নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

রোববার বিকেলে পাকুন্দিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।

মামলা নং-১৪। সন্ত্রাসবিরোধী আইন/২০০৯ (সংশোধনী ২০১৩ এর (৬) ২/৮/৯/১০/১২/১৩) সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করা হয়।

মামলার আসামিরা হলেন- দিনাজপুরের ঘোড়াঘাটের রানীগঞ্জ বাজারের আব্দুল হাইয়ের ছেলে মো. শরিফুল ইসলাম ওরফে শফিউল ইসলাম ওরফে সাইফুল ইসলাম এবং জাহিদুল হক ওরফে তামিম (২৪) কিশোরগঞ্জের আব্দুস সাত্তারের ছেলে। এরা জেএমবির সদস্য।

শরিফুল ইসলাম বর্তমানে র‌্যাবের পাহারায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আর জাহিদুল ইসলাম কিশোরগঞ্জ সদর থানা পুলিশের হেফাজতে আছেন।

kishorgonj

কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শোলাকিয়া মাঠের অদূরে শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের কাছে মুফতি মোহাম্মদ আলী জামে মসজিদের মোড়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের ওপর বোমা হামলা করে সন্ত্রাসীরা।

এসময় সন্ত্রাসীদের বোমা বিস্ফোরণ ও চাপাতির আঘাতে দুই পুলিশ সদস্য নিহত হন। আহত হয়েছে প্রায় ১৫ জন। তাদের বেশির ভাগই পুলিশ সদস্য। এ ঘটনায় পুলিশের গুলিতে ঝর্ণা ভৌমিক নামে এক নারী ও হামলাকারী আবির নিহত হন।

নূর মোহাম্মদ/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।