ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০


প্রকাশিত: ০৭:৩৩ এএম, ১১ জুলাই ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নে বিরামপুর গ্রামের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুট করা হয়। এ ঘটনায় জড়িত থাকার দায়ে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি।

এছাড়া আহতদের নাম-পরিচয়ও জানা যায়নি। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিগত সাদেকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোট জালিয়াতি নিয়ে বিরোধ সৃষ্টি হয় ৬নং ওয়ার্ডের বিজয়ী সদস্য (মেম্বার) মো. মোক্তার হোসেন ও পরাজিত সদস্য (মেম্বার) আব্দুর রহিমের। এ বিরোধের জের ধরেই সোমবার সকালে বিরামপুর বাজারে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হন।

এছাড়া সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকটি ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুট করা হয়। পরে খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরের দিকে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।

সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইশতিয়াক জাগোনিউজকে জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আজিজুল সঞ্চয়/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।