মির্জাপুরে বাসচাপায় বৃদ্ধের মৃত্যু
টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় বাদশা মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাদশা মিয়ার বাড়ি উপজেলার পাকুল্যা উত্তরপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ওই স্থানে রাস্তা পার হওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস চাপা দিলে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বাবলু শেখ বলেন, ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
আরিফ উর রহমান টগর/এআরএ/এবিএস