সাহিত্য আড্ডায় জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে ঐক্যের আহ্বান


প্রকাশিত: ০৯:৪৪ এএম, ১৩ জুলাই ২০১৬

চলমান জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে ঐক্যের আহ্বান জানিয়েছে কাব্যকথা সাহিত্য পরিষদ (কাসাপ)। গত রোববার সংগঠনের কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে পাকুন্দিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ঈদ সাহিত্য আড্ডায় এ আহ্বান জানানো হয়।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আ ন ম তানভীর হায়দার ভূঁইয়া শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কবি আসিফুজ্জামান খন্দকার। প্রধান আলোচক ছিলেন কবি আব্দুল হান্নান।

বিশেষ অতিথি ছিলেন কবি জান্নাতুল ফেরদৌস পান্না, কবি বোরহান উদ্দিন, কবি তরিকুল হাসান শাহীন, কবি গোলাপ আমিন, কবি আফসার আশরাফী, কবি শরীফ আহম্মেদ ও কবি উম্মে হাবিবা অমি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাহিত্যের বিকাশ ঘটালেই সমাজ ও দেশের উন্নয়ন সম্ভব। কারণ সাহিত্য মানবতার কথা বলে, মানুষের কথা বলে।

এসইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।