বিএনপি নেতা নাজমুল হুদা চৌধুরীর দাফন সম্পন্ন
মাদারীপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবচর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল হুদা চৌধুরী মিঠুর (৫৫) দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে শনিবার ভোর ৬টা ১১মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য ভক্ত ও আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি তৎকালীন বিএনপি নেতা ও প্রাক্তন এমপি শামছুল হুদা চৌধুরী বাদশা মিয়া সাহেবের জৈষ্ঠ পুত্র ছিলেন। ৯০ এর দশকে জগন্নাথ কলেজ থেকে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে রাজনীতি শুরু করেন।
বিএনপির এ নেতার মৃত্যুর সংবাদ শিবচরে পৌছালে অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। বৈরি আবহাওয়া ও প্রবল বৃষ্টিপাতকে উপেক্ষা করে হাজার হাজার ভক্ত মরহুমের মাদবরেরচর ডাইয়ারচর বাড়িতে হাজির হয়। দুপুরের পর থেকে লোকে লোকারণ্য হয়ে উঠে ঢাকা-খুলনা মহাসড়কের পাঁচ্চর বাসস্ট্যান্ড মোড়।
বেলা ৪টায় তার মরদেহ ডাইয়ারচর বাড়িতে পৌছালে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ ঘটে। বাদ আছর বিকেল সাড়ে ৫টায় পদ্মাসেতু প্রকল্পের এ্যাপ্রোচ সড়কে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযায় স্থানীয় প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে পাঁচ্চর ইউনিয়নের বন্দরখোলা পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতৃবৃন্দ।
তার মৃত্যুর সংবাদে বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাঁচ্চর বাজারের প্রায় ৮ শতাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে রাখেন।
এ কে এম নাসিরুল হক/ এমএএস/আরআইপি