পিন্টুর কলেজ সরকারিকরণ : গোপালপুরে হরতাল-অবরোধ


প্রকাশিত: ০৪:২১ পিএম, ১৬ জুলাই ২০১৬

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি ও জোট সরকারের সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর প্রতিষ্ঠিত কলেজ সরকারিকরণের প্রতিবাদে গোপালপুর উপজেলা আওয়ামী লীগ দুই দিনব্যাপী হরতাল-অবরোধের ডাক দিয়েছে।
 
শনিবার বিকেলে পৌরশহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে দলীয় কার্যালয়ে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়। এতে আগামী রোববার দিনব্যাপী অবরোধ এবং সোমবার হরতাল পালিত হবে বলে জানানো হয়েছে।
 
সভায় বক্তারা জানান, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত গোপালপুর কলেজকে দুই বছর আগে শিক্ষা মন্ত্রণালয় সরকারিকরণের কথা জানায়। এজন্য কলেজে সব ধরনের নিয়োগ বন্ধ করে দেয়া হয়। কিন্তু গত ৩০ জুন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সারা দেশের ১৯৯টি কলেজ সরকারিকরণের যে তালিকা প্রকাশ হয় তাতে গোপালপুর কলেজের পরিবর্তে গোপালপুর মেহেরুনেচ্ছা মহিলা কলেজের নাম অর্ন্তভূক্ত করা হয়। মেহেরুনেচ্ছা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি এবং জোট সরকারের সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু। কলেজটি বিএনপির দুর্গ হিসেবে পরিচিত।
 
২০১৪ ও ২০১৫ সালের সরকারবিরোধী আন্দোলনে বিএনপি এ কলেজকে ব্যবহার করে। প্রধানমন্ত্রীর দফতরে ভুল তথ্য দিয়ে একটি কুচক্রি মহল ওই কলেজেকে সরকারিকরণের ব্যবস্থা করেছে বলেও সভায় অভিযোগ করা হয়।
 
এর আগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগ অফিস চত্বরে ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুর সভাপতিত্বে সমাবেশে পৌর মেয়র রকিবুল হক ছানা, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আকন্দ, শহর আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ মানিকুজ্জামান, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী গিয়াস উদ্দীন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম ফরিদ প্রমুখ বক্তব্য রাখেন।

আরিফ উর রহমান টগর/এএম/এমএএস/একে


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।