পুলিশের উদ্যোগে ফুলের চারা রোপণ


প্রকাশিত: ০৭:৫৫ এএম, ১৭ জুলাই ২০১৬

ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকার ফোর লেনের সৌন্দর্য বর্ধনে রাস্তার মাঝ দিয়ে প্রায় ১১০০ মুচন্ডা ও রঙ্গন ফুলের চারা রোপণ করেছে জেলা পুলিশ।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট এলাকার ফোর লেনে এ ফুলের চারা লাগানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ও সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, সদর থানার ওসি আবুল বাশার মিয়া, ডিআইওয়ান জহুরুল ইসলাম প্রমুখ।

এ সময় পুলিশ সুপার বলেন, রাস্তার সৌন্দর্য বর্ধনে পুলিশ প্রশাসন এ উদ্যোগ নিয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও যাত্রী চলাচল করে। আমাদের এ সৌন্দর্য দেখে তারা উৎসাহিত হবে।

রুবেলুর রহমান/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।