দিনাজপুরে শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা


প্রকাশিত: ০৯:১৬ এএম, ১৭ জুলাই ২০১৬

দিনাজপুরের কাহারোলে শিশুপুত্রকে হত্যার পর এক রিকশা শ্রমিক বাবা আত্মহত্যা করেছেন। রোববার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

আত্মহত্যাকারী রিকশা শ্রমিকের নাম জিন্নাত (৩০)। তিনি কাহারোল উপজেলার পূর্ব সাদিপুর গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে। নিহত শিশুপুত্রের নাম মুন্না (৮)। সে সাধনা আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

নিহত শ্রমিক জিন্নাতের মা ও মুন্নার দাদি তারা বানু জানান, সে প্রতিদিনের মতো সকালবেলা নাতি মুন্নাকে ভাত খাইয়ে দশমাইল মোড়ে একটি হোটেলে কাজ করতে যান। সকাল ১০টার দিকে সে ছেলে ও নাতির মৃত্যুর খবর পান। তবে কেন এই ঘটনা ঘটল তা তিনি জানাতে পারেননি।

কাহারোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী জানান, শিশুপুত্রকে দিনাজপুরে দাদির কাছে রেখে তারা স্বামী-স্ত্রী ঢাকায় চাকরি করতো। এরই মধ্যে তার স্ত্রী ময়ফুল বেগম পরকীয়ায় জড়িয়ে অন্য একজনকে বিয়ে করে ঘর সংসার শুরু করে। পরে জিন্নাত দিনাজপুরে ফিরে এসে রিকশা চালাতে শুরু করে। জিন্নাতের মা ছেলের সুখের কথা চিন্তা করে ভাইয়ের মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দেয়। সেই থেকে মুন্না তার দাদির কাছেই থাকতো।

ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জিন্নাত হতাশা থেকে নিজের শিশুপুত্র মুন্নাকে ঘরের ভেতরে ফাঁস দিয়ে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করার পর নিজেও আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এমদাদুল হক মিলন/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।