বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৬৯৮ যাত্রীর জরিমানা


প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১৭ জুলাই ২০১৬

কিশোরগঞ্জের ভৈরবে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৬৯৮ জন যাত্রীর কাছ থেকে এক লাখ ৩৯ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কিশোরগঞ্জ, ঢাকা-সিলেটসহ বিভিন্ন রুটে যাতায়াতকারী আন্তঃনগর ও লোকাল ট্রেন থেকে এই জরিমানা আদায় করা হয়।

রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার সরদার সাহাদাত আলী এই অভিযান পরিচালনা করেন।                                                                                                                                                       
ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার অমৃত দাস জানান, বিনা টিকিটে রেল ভ্রমণের অপরাধে জরিমানা নিয়মিত চলবে।

আসাদুজ্জামান ফারুক/এআরএ/এবিএস/এমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।