বগুড়ার চরে জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে যৌথবাহিনী
বগুড়ার দূর্গম চরে গড়ে ওঠা জঙ্গিদের প্রশিক্ষণ ক্যাম্প গুড়িয়ে দিয়েছে র্যাব, পুলিশ ও বিজিবি। রোববার রাত আড়াইটা থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দিচ্ছে র্যাব-১২।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দুর্গম চরাঞ্চল ঘাঘুয়া, জামফল, পাঁচবাড়িয়া, ট্যাংরাকুড়া, সনপচা ও কাজলা এলাকা এবং জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পাকরুল নামক চরে জঙ্গিবিরোধী এ অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।
এ বিষয়ে বেলা আড়াইটায় র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ এক প্রেস ব্রিফিং করবেন বলে জানা গেছে। সেখানেই অভিযানের বিস্তারিত জানা যাবে।
জানা গেছে, উক্ত চরগুলোয় জঙ্গিরা তাদের প্রশিক্ষণ ক্যাম্প গড়ে তোলে। যৌথবাহিনীর এ বিশেষ অভিযানে ওইসব প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করা হয়েছে। এছাড়া এতে আটক ও অস্ত্র উদ্ধার হয়েছে বলেও জানা গেছে।
স্থানীয় কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ সরকার জানান, রোববার গভীর রাতে অর্ধশত গাড়ি নিয়ে যৌথবাহিনীর ৫০০ সদস্য এ অভিযান শুরু করে। বর্তমানে ওই এলাকায় কাউকেই ঢুকতে দেয়া হচ্ছে না।
লিমন বাসার/এফএ/এমএস/এমএফ