মাদারীপুরে আটক তিন জঙ্গি রিমান্ডে
মাদারীপুরে জঙ্গি সন্দেহে আটক তিনজনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক মো. জাকির হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।
আটকরা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর সদস্য বলে জানিয়েছে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার জঙ্গি সন্দেহে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চরলক্ষ্মীপুর এলাকা থেকে শরীয়তপুরের জাজিরার নাওটানা এলাকায় আব্দুস সালামের ছেলে জাহিদুল ইসলাম (২৩), চাঁদপুরের হাজীগঞ্জের মুকুন্দসার গ্রামের শাহজাহান প্রধানের ছেলে আব্বাস উদ্দিন (২৭), কিশোরগঞ্জের তাড়াইলের সেকেন্দারনগরের আব্দুল্লাহ আল মামুনের ছেলে আব্দুল্লাহ আল আহাদকে (১৮) আটক করে পুলিশ। এসময় তাদের কাছে জিহাদি বই উদ্ধার করা হয়। এরপর শুক্রবার সদর থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।
মাদারীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, দুপুরে শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক মো. জাকির হোসেন তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এ কে এম নাসিরুল হক/এআরএ/এবিএস