বালিয়াকান্দিতে রামদাসহ প্রবাসীর স্ত্রী গ্রেফতার


প্রকাশিত: ১১:০৮ পিএম, ২০ জুলাই ২০১৬

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪টি রামদাসহ অর্চণা রানী পাল (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে বড় ৪টি দেশীয় রামদাসহ অর্চণা রানীকে গ্রেফতার করা হয়।

অর্চণা রানী বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে আনন্দ পালের স্ত্রী।

বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, কালুখালী উপজেলার বেতবাড়িয়া গ্রামের মৃত আইনদ্দিন শেখের ছেলে বাবুল মোল্যাকে মঙ্গলবার কালুখালী থানার এসআই জাহিদুল ইসলাম, এসআই হিরোন কুমার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করে।

পরে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যমতে বালিয়াকান্দি থানা পুলিশ অর্চণা রানী পালের বাড়িতে অভিযান চালিয়ে ৪টি দেশীয় বড় রামদা উদ্ধার করে। এ ব্যাপারে অর্চণা রানীর বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

রুবেলুর রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।