নারায়ণগঞ্জে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ


প্রকাশিত: ০৪:০৪ এএম, ১০ জানুয়ারি ২০১৫

২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির পঞ্চম দিনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভায়েলা এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে অবরোধকারীরা।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভুলতা-মুড়াপাড়া সড়কে এ ঘটনা ঘটে। এসময় তারা সাত থেকে আটটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

স্থানীয়রা জানান, সকালে উপজেলা ছাত্রদল নেতা সালাউদ্দিন ও রাকিব হোসেনসহ অর্ধশতাধিক নেতাকর্মী ভুলতা-মুড়াপাড়া সড়কে অবস্থান নেয়। এসময় সড়কের উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ করে টায়ারে আগুন ধরিয়ে দেয় তারা।

পরে সাত/আটটি ককটেলের বিস্ফোরণ ঘটালে স্থানীয় লোকজন এতে আতঙ্কিত হয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।