নিখোঁজের ৩ দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৯:২৫ এএম, ২১ জুলাই ২০১৬

নরসিংদীতে নিখোঁজের তিনদিন পর দূর্জয় দাস মরণ (১২) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সুমন নামে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজাদী গ্রামের বাড়ীর পাশ্ববর্তী একটি কলাবাগান থেকে অর্ধগলিত তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিক মানববন্ধন করেছে রাজাদী স্কুলের শিক্ষক ও নিহতের সহপাঠীরা।  

নিহত দূর্জয় দাস সদর উপজেলার চিনিশপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার বিজন চন্দ্র দাসের ছেলে ও রাজাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

পুলিশ ও নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার বাড়ির সামনে থেকে অনিক নামে প্রতিবেশী এক যুবক দূর্জয় দাসকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে অনেক খোঁজ ও এলাকায় মাইকিং করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজ স্কুলছাত্র দূর্জয় দাসের বাবা বিজন চন্দ্র দাস নরসিংদী সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষকেরা রাজাদী গ্রামের একটি কলাবাগানে কাজ করতে গিয়ে একটি মরদেহ দেখেন। পরে এ খবর পেয়ে নিহতের পরিবার ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরণকে শনাক্ত করেন।

নরসিংদী সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সালাহ উদ্দিন আহমেদ বলেন, মরণকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহটি কলাবাগানে ফেলে রাখা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, পারিবারিক পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনার জড়িত সন্দেহে এক জনকে আটক করা হয়েছে।

সঞ্জিত সাহা/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।