নরসিংদীর রায়পুরায় ট্রলারডুবিতে ৭ জনের মৃত্যু


প্রকাশিত: ০৬:৩৩ এএম, ২৩ জুলাই ২০১৬
ফাইল ছবি

নরসিংদীর রায়পুরা উপজেলার আড়িয়াল খাঁ নদে ট্রলারডুবিতে সাতজনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে। শনিবার বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম জানান, নিহতদের বেশির ভাগ নারী ও শিশু। উপজেলার জংগীশিবপুর থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি ব্রাহ্মণবাড়িয়ার বরিকান্দি গ্রামের একটি মাজারে যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। কিছু দূর যাওয়ার পর ট্রলারটি ডুবে যায়।

উদ্ধার কাজ চালানোর জন্য ফায়ার সার্ভিসকে ডাকা হয়েছে বলেও জানান তিনি।


এআরএস/এবিএস/এমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।