বগুড়ায় সোমবার বিএনপির অর্ধদিবস হরতাল
দুদকের দায়ের করা অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাদণ্ড দেয়ার প্রতিবাদে সোমবার বগুড়ায় অর্ধদিবস হরতাল ডেকেছে বিএনপি।
রোববার বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে এক জরুরি সভায় হরতালের ডাক দেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের কারাদণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার তাৎক্ষণিক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে বিএনপি। এরপর শনিবার দেশব্যাপী ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে মিছিল করতে পারেনি বগুড়া জেলা বিএনপি। এ কারণে শনিবার দলের জরুরি সভা আহ্বান করা হয়। সভা থেকে সোমবার জেলাব্যাপী অর্ধদিবস হরতালের ডাক দেয়া হয়।
সভায় জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান ছাড়াও বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
লিমন বাসার/এসএস/এবিএস