আখাউড়া স্থলবন্দরে ব্যবসায়ীদের দু’টি কমিটি গঠন


প্রকাশিত: ০৬:১১ এএম, ২৫ জুলাই ২০১৬

দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রফতানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। গত ২২ জুলাই সংগঠন দুটির সভায় কমিটি অনুমোদন দেয়া হলেও রোববার সন্ধ্যায় ব্যবসায়ী ও সাংবাদিকদের বিষয়টি জানানো হয়।

সংগঠন দু’টির প্রধান উপদেষ্টা মো. আব্বাস উদ্দিন ভূঁইয়া স্বাক্ষরিত নোটিশ থেকে জানা যায়, মো. মোবারক হোসেন ভূঁইয়াকে সভাপতি ও মো. ফোরকান আহাম্মদ খলিফাকে সাধারণ সম্পাদক করে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ৮ সদস্যের কমিটি এবং মো. আব্দুল ওয়াহাব মিয়াকে সভাপতি ও মো. শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের ১০ সদস্যের কমিটি গঠন করা হয়।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের অন্য নেতৃবৃন্দ হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. মনির হোসেন বাবুল, সহ-সভাপতি মো. হোসেন আহমেদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক মো. নিছার উদ্দিন ভূঁইয়া, মো. আক্তার হোসেন, মো. ইলিয়াছ মিয়া ও কোষাধ্যক্ষ মো. নাছির উদ্দিন।

আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের অন্য নেতৃবৃন্দ হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. তাজুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, মো. শামীম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিব উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. নাহিদ খান, অর্থ সম্পাদক মো. মোস্তফা মোল্লা, দফতর ও ক্রীড়া সম্পাদক মো. শাহরিয়ার মোল্লা, কার্যকরী সদস্য মো. শানু মিয়া।

আজিজুল সঞ্চয়/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।