হাওরে বিদ্যুতের তারে জড়িয়ে তিনজনের মৃত্যু


প্রকাশিত: ১১:৫৬ এএম, ২৬ জুলাই ২০১৬
ফাইল ছবি

কিশোরগঞ্জের ইটনায় বিদ্যুতের তারে জড়িয়ে নৌকার মাঝিসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো সাতজন। মঙ্গলবার বিকেলে উপজেলার ইটনার সিলনি হাওরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নৌকার মাঝি আব্দুর রহিম, যাত্রী আফাজ উদ্দিন ও সজীব মিয়া। তাদের বাড়ি জেলার মিঠামইন উপজেলার ঢাকি ইউনিয়নের মাহমুদপুর গ্রামে।

আহতরা হলেন- রতন মিয়া, ফুল মিয়া, জাকির হোসেন, নজরুল ইসলাম, হীরা মিয়া, জাহাঙ্গীর ও শফিকুল ইসলাম।
আহতদের ইটনা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, বিকেলে ছিল ইটনায় সাপ্তাহিক হাটবার। বাজার থেকে যাত্রী বোঝাই একটি স্টিলের ইঞ্জিনচালিত নৌকা পার্শ্ববর্তী মিঠামইন উপজেলার ঢাকিতে যাচ্ছিল। বিকেল সাড়ে ৪টার দিকে হাওরের পানিতে নিচু হয়ে থাকা পল্লী বিদ্যুতের একটি তারে জড়িয়ে যান এক যাত্রী। এসময় পুরো নৌকাটি বিদ্যুতায়িত হয়ে পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনজন। আহত অবস্থায় বাকি সাতজনকে ইটনা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

ইটনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খবর পেয়ে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ওসি আব্দুল মালেকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

বিকেল সাড়ে ৫টার দিকে নিহতদের মরদেহ আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

নূর মোহাম্মদ/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।