বাঘ হত্যা দূরের কথা সুন্দরবনের পাখিও শিকার করিনি


প্রকাশিত: ১২:১১ পিএম, ২৯ জুলাই ২০১৬

বাঘ হত্যা দূরের কথা আমি জীবনে সুন্দরবনের একটি পাখিও শিকার করিনি বলে দাবি করেছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।

একটি জাতীয় দৈনিকে জগলুল হায়দারকে নিয়ে প্রকাশিত রিপোর্টের প্রতিবাদ জানাতে শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।    

এমপি জগলুল হায়দার বলেন, এই মিথ্যা প্রচার দিয়ে তার ও সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করা হয়েছে। তিনি সংবাদপত্রে তাকে জড়িয়ে প্রকাশিত রিপোর্টটি প্রত্যাখ্যান করে বলেন এর পেছনে একটি স্বার্থান্বেষী মহলের হাত রয়েছে।

ওই পত্রিকার উদ্ধৃতি দিয়ে তিনি আরো বলেন, প্রকাশিত প্রতিবেদনে ইন্টারপোলের বরাত দিয়ে বাঘ হত্যা এবং ডাকাত দলগুলিকে অস্ত্র সরবরাহকারী ৩২ ব্যক্তির মধ্যে তার নাম উল্লেখ করা হয়েছে। তিনি রিপোর্টটি প্রত্যাখ্যান করে এর প্রতিবাদ জানান।

জগলুল হায়দার বলেন, বিশ্ব ঐতিহ্য  সুন্দরবনের সম্পদ  ও বাঘসহ প্রাণীকুল রক্ষায় কাজ করে যাচ্ছেন তিনি । এছাড়া জলদস্যুদের বিপক্ষে তিনি কঠোর অবস্থান নিয়েছেন। অথচ বিরোধী ও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিকমহল এই মিথ্যা তথ্য সরবরাহ করে তার ও সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার অপচেষ্টা চালিয়েছে।

সংবাদ সম্মেলনে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, শ্যামনগর সদর আওয়ামী লীগের সভাপতি আকবর কবির প্রমুখ।

আকরামুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।