লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবক লীগের ৩ শাখা কমিটি গঠন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ৩১ জুলাই ২০১৬

লক্ষ্মীপুর জেলা শহর, সদর ও চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

রোববার সন্ধ্যায় এ তিনটি কমিটির অনুমোদন দেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ।

দলীয় সূত্র জানায়, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রাশেদ নিজাম, যুগ্ন আহবায়ক শেখ ফরিদ, আনসার উদ্দিন, ইসমাইল হোসেন। লক্ষ্মীপুর সদর থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবদুল্লাহ আল মামুন (সুমন কারী), যুগ্ন আহবায়ক হাশেম আহম্মদ রুপম ও মো. দুলাল হোসেন।

লক্ষ্মীপুর শহর কমিটির আহবায়ক ইসমাইল হোসেন শিপন, যুগ্ন আহবায়ক ফয়সাল হাওলাদার, বাহার উদ্দিন ও মেহেদী হাসান।

জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বেলায়েত হোসেন বেলাল জানান, ঘোষিত আহবায়ক কমিটির নেতাদেরকে আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

কাজল কায়েস/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।