নকলের দায়ে ৬ শিক্ষার্থী ও দুই শিক্ষক বহিষ্কার


প্রকাশিত: ০৮:৩৯ এএম, ০২ আগস্ট ২০১৬

সাতক্ষীরার তালা ফাযিল মাদরাসায় দ্বিতীয় বর্ষের ফাযিল স্নাতক পরীক্ষায় নকলের দায়ে ৬ শিক্ষার্থী ও দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন যান। এ সময় শিক্ষার্থীদের নকলের বিষয়টি নজরে আসলে তিনি ৬ শিক্ষার্থী ও দুই শিক্ষককে বহিষ্কার করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন জাগো নিউজকে জানান, নকল করার দায়ে শিক্ষার্থী আক্তারুজ্জামান, আব্দুস সবুর, ইমরান হোসেন, ইসরাফিল হোসেন, আব্দুল হালিম, আল-ইমরান ও নকলে সহায়তার করার দায়ে শিক্ষক আনিসুর রহমান ও মুজিবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।

আকরামুল ইসলাম/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।