কমলনগরে জামায়াতের ৮ নারী সদস্য আটক


প্রকাশিত: ০৩:০০ পিএম, ০৪ আগস্ট ২০১৬

লক্ষ্মীপুরের কমলনগরে জামায়াতের আট নারী সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরফলকন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- পারুল আক্তার (২২), শিউলি (২৮), লুবনা (১৮), শাহিনুর বেগম (২২), জোলেখা বেগম (২৪), নার্গিস আক্তার (২০), পারুল বেগম (২৩) ও মারজাহান (২৮)।

কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহম্মদ জানান, জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন সদস্য ফলকন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের ঘটনাস্থল থেকে আটক করা হয়।

আটকরা সবাই জামায়াতে ইসলামীর নারী সদস্য। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নাশকতার জন্য গোপন বৈঠক নয়, কোরআন ও নামাজের তালিম দেয়ার জন্য তারা ঘটনাস্থলে একত্রিত হয়েছিল বলে দাবি করেছে আটকদের স্বজনরা।

কাজল কায়েস/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।