রংপুরে চলছে সকাল-সন্ধ্যা হরতাল


প্রকাশিত: ০২:৫০ এএম, ১৭ জানুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখা, দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে রংপুর জেলায় শনিবার সকাল থেকে হরতাল চলছে। হরতাল শেষ হবে সন্ধ্যা ৬টায়।

হরতালে দূরপাল্লা ও আন্তঃজেলার মধ্যে ভারী যানবাহন চলাচল না করলেও নগরীতে অটোরিকশা, রিকশা, সাইকেল ও মোটরসাইকেল চলাচল স্বাভাবিক রয়েছে। রংপুর রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে রংপুর দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

হরতালে নাশকতার আশঙ্কায় শুক্রবার রাতে জেলা পুলিশ বিএনপির–জামায়াতের ১৮ কর্মীসহ ৫৭ জনকে আটক ও গ্রেফতার করেছে। এরমধ্যে কোতোয়ালি থানা পুলিশ ৯ বিএনপিকর্মী, মিঠাপুকুর থানা পুলিশ ৬ বিএনপিকর্মী, পীরগাছা থানা পুলিশ জামায়তের তিন কর্মীকে আটক করেছে। বাকিদের বিভিন্ন মামলায় আটক করা হয়েছে বলে কন্ট্রোল রুম ইনচার্জ মোহাম্মদ ফরহাদ দ্য রিপোর্টকে জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।