লক্ষ্মীপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ


প্রকাশিত: ০৭:৫৯ এএম, ০৯ আগস্ট ২০১৬

লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ জান্নাতুল ফেরদাউস সুমিকে (৩০) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

মঙ্গলবার ভোরে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের দক্ষিণ মাগুরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমি উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত হাবিব উল্যার মেয়ে।
 
স্থানীয়রা জানায়, দক্ষিণ মাগুরী গ্রামের আইয়ুব আলীর ছেলে জয়নাল আবেদিনের সঙ্গে প্রায় ১১বছর আগে সুমির বিয়ে হয়। এর কয়েক মাস পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এক পর্যায়ে জয়নাল সৌদি আরব যান। গত রমজান মাসে তিনি দেশে ফিরেন। মঙ্গলবার সকালে সুমি বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে আত্মহত্যা করেছে বলে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন প্রচারণা চালায়। পরে এলাকাবাসী ঘরের মেঝেতে তার মরদেহ দেখতে পায়।

সুমির বড় ভাই সাকায়েত হোসেন জানান, বিয়ের পর থেকে সুমিকে তার শাশুড়ি ও দেবর-ননদ একাধিকবার শারীরিক নির্যাতন করেছে। স্বামী বিদেশে থাকার কারণে তাকে ওই বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল। গত রমজানে জয়নাল বাড়িতে আসার পরও তার (সুমি) ওপর শারিরিক ও মানসিক নির্যাতন করা হয়। তার বোনকে পরিকল্পিতভাবে স্বামী, শাশুড়ি ও দেবর শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যার প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে নিহতের স্বামী জয়নাল আবেদীন ও তার পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কাজল কায়েস/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।