সাতক্ষীরায় ১১ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
সাতক্ষীরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দশ লাখ ৬০ হাজার ৯০০ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার দিনব্যাপী কলারোয়া উপজেলার মাদরা কাকডাংগা ও সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তা মো. সামছুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কাকডাংগা, তলুইগাছা, ঝাউডাংগা, হিজলদী ও মাদরা সীমান্তের বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে ভারতীয় এসব মালামাল জব্দ করা হয়।
এসব মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় ১৮০ টি শাড়ি, ৫০ টি প্যান্ট পিস, ১৫ টি শার্ট পিস, ১৭৫ জোড়া জুতা, ২৩৩ কেজি চা পাতা, দু’টি বাইসাইকেল, ৬০ কেজি পলিথিন, ১৬০ প্যাকেট ঘোল, ৯৮ কেজি সুপারি, ২০৫ কেজি স্টিল ও ১৯ কেজি গরুর মাংস জব্দ করা হয়েছে।
জব্দকৃত মালামালের মূল্য দশ লাখ ৬০ হাজার ৯০০ টাকা। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেয়া হয়েছে।
আকরামুল ইসলাম/এএম/এমএস