হাতিয়ায় শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন


প্রকাশিত: ০৮:৩৯ এএম, ১৩ আগস্ট ২০১৬

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় দ্বীপ সরকারি কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাবের উদ্বোধন করেন।

পরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের প্রফেসর দেবব্রত দাস গুপ্ত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী র্কমর্কতা আবু হাসনাত মো. মঈন উদ্দিন, মেয়র ইউছুফ আলী।

আলোচনা সভায় প্রধান অতিথি আয়েশা ফেরদৌস র্বতমান সরকারের বিভিন্ন উন্নয়ন র্কমকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় আরো বক্তব্য রাখেন- কলেজের সহযোগী অধ্যাপক তবির আহমদ, সাংবাদিক কৃষ্ণ মজুমদার প্রমুখ।

মিজানুর রহমান/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।