প্রতারণা মামলায় আদালতের এপিপি কারাগারে


প্রকাশিত: ১২:১৬ পিএম, ১৬ আগস্ট ২০১৬

প্রতারণা মামলায় সাতক্ষীরা জর্জ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদর আদালতের বিচারক হাবিবুল্লাহর তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, ব্যবসায়িক লেনদেনে শহরের ব্যবসায়ী মীর মাহমুদ আলী আবিরকে নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধের শর্তে ত্রিশ লাখ টাকার চেক দেন আলমগীর বিশ্বাস নামে অপর এক ব্যবসায়ী। কিন্তু টাকা পরিশোধ না করায় মীর মাহমুদ আলী আবির আদালতে চেক ডিস অনারের মামলা দায়ের করেন।

মামলা চলাকালে আসামিপক্ষের আইনজীবী আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু আসামিপক্ষের কাছ থেকে বিবাদমান চেকটি দেখার জন্য নিয়ে আসামিপক্ষের কাছে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে দেন। এ বিষয়ে জেলা আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দেন ব্যবসায়ী মীর মাহমুদ আলী আবির।

বিষয়টি নিয়ে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ তিন দফা বৈঠকে বসেন। কিন্তু চেক ফেরত না দেয়ায় অ্যাড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে প্রত্যয়নপত্র দেয় আইনজীবী সমিতি।

এ ব্যাপারে আদালত বাদীপক্ষকে মামলা করার পরামর্শ দেয়। বাদী ৪০৬ ও ৪২০ ধারায় এপিপিসহ তিনজনের নামে মামলা দায়ের করেন। ওই মামলায় মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আকরামুল ইসলাম/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।