নরসিংদীতে ৭ হাজার বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


প্রকাশিত: ০৯:১৮ এএম, ১৮ আগস্ট ২০১৬

নরসিংদীতে তিতাস গ্যাস অভিযান চালিয়ে প্রায় ৭ হাজার বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার হাজীপুর, বদুয়ারারচর, কান্দাপাড়া, দড়িপাড়া, কোনাপাড়া, পুরানপাড়া, হোসেনপুর, খাসেরচরসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
 
নরসিংদী তিতাস গ্যাসের আঞ্চলিক বিক্রয় কেন্দ্রের ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক তওহিদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহম্মেদের নেতৃত্বে অর্ধশতাধিক পুলিশ পুরো এলাকা ঘিরে রাখে।

তওহিদুল ইসলাম বলেন, সহ-ব্যবস্থাপকের নেতৃত্বে একটি কারিগরি দল মাটি খুঁড়ে প্রায় ৪ হাজার ফিট ৩ ইঞ্চি ও ২ ইঞ্চি ব্যাসার্ধের লোহার পাইপ উদ্ধার করা হয়। খুব নিম্নমানের লোহার পাইপ থেকে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল বলে জানান তিনি।

তবে এই ঘটনায় কাউকে আটক বা জরিমানা করা যায়নি। তিনি অভিযান চলাকালে সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের জানান, নরসিংদীতে একে একে সব অবৈধ গ্যাস সংযোগ তুলে নেয়া হবে। কেউ অবৈধভাবে গ্যাস ব্যবহার করতে পারবে না। এই বিষয়ে প্রশাসন যথেষ্ট কঠোর পদক্ষেপ হাতে নিয়েছে।  

নরসিংদী তিতাস গ্যাস বিক্রয় কেন্দ্রের উপ-মহাব্যাবস্থাপক তওহিদুল ইসলাম বলেন, পুনরায় অবৈধ সংযোগ নেয়া ও সরকারি সম্পদের ক্ষতিসাধনের জন্য মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হাতে নিয়েছে। এখন থেকে বিভিন্ন এলাকায় দু-একদিন পর পর অভিযান চলবে। নরসিংদীতে কোনো ধরনের অবৈধ গ্যাস সংযোগ থাকবে না।

উল্লেখ্য, নরসিংদীতে প্রায় ১ লাখের মতো অবৈধ গ্যাস সংযোগ রয়েছে।

সঞ্জিত সাহা/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।