বগুড়ায় কাল হরতাল
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট বগুড়ায় জেলায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে। বিএনপির দফতর সম্পাদক মাহফুজুর রহমান রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার দুপুরে এক লিখিত বিবৃতিতে জেলা বিএনপির দফতর সম্পাদক মাহফুজুর রহমান রাজু জানান, সারাদেশে যৌথ বাহিনী অভিযানের নামে ছাত্রদলের নেতাকর্মীদের হত্যা ও দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। এর প্রতিবাদ ও গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ হরতাল আহবান করা হয়েছে।
তিনি আরও জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
এএইচ