অর্থ আত্মসাৎ মামলায় কারাগারে কলেজের অধ্যক্ষ


প্রকাশিত: ০৪:১৯ এএম, ১৯ আগস্ট ২০১৬

পাবনার শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান খানকে কলেজের অর্থ আত্মসাতের জন্য দুদকের করা মামলায় ৫ বছরের কারাদণ্ড ও ৭ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে পাবনার বিশেষ জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা এ রায় দেন। পিপি অ্যাডভোকেট আকতারুজ্জামান মুক্তা এর সত্যতা নিশ্চিত করেছেন।
 
মামলার বিবরণে বলা হয়, পাবনা শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজের ৭ লাখ ১০ হাজার ৪৫১ টাকা আত্মসাতের অভিযোগে অধ্যক্ষ আব্দুল মান্নানের বিরুদ্ধে ২০১৩ সালের ৩ নভেম্বর শাজাহান মিয়া নামের এক অভিবাবক দুদকে একটি অভিযোগ দায়ের করেন। দুর্নীতি দমন কমিশন পাবনা সমন্বিত কার্যালয়ের উপ সহকারী পরিচালক মনিরুল ইসলাম অভিযোগটি তদন্ত করে ২০১৫ সালের ১৯ ফেরুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন।

দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে অধ্যক্ষ আব্দুল মান্নানের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার পাবনার বিশেষ জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা আব্দুল মান্নান খানকে মামলার পৃথক দুটি ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৭ লাখ ১০ হাজার ৪৫১ টাকা অর্থদণ্ডের রায় দেন।

একে জামান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।