সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৪


প্রকাশিত: ০৫:৫৫ এএম, ২৩ আগস্ট ২০১৬

সাতক্ষীরায় পুলিশ অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেফতার করেছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থান থেকে এদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১৫ জন, কলারোয়ায় চারজন, কালিগঞ্জে তিনজন, তালা, আশাশুনি, শ্যামনগর, দেবহাটা ও পাটকেলঘাটা থানায় দুইজন করে। এছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) দুইনজকে গ্রেফতার করেছে।

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা ও আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

আকরামুল ইসলাম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।