এলজিআরডি মন্ত্রীর সাবেক এপিএস গ্রেফতার


প্রকাশিত: ০৯:২৭ এএম, ২৩ আগস্ট ২০১৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সাবেক এপিএস, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ১৯ মামলার আসামি সত্যজিৎ মুখার্জিকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুরের ডিবি পুলিশের একটি দল ঢাকার নাখালপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে ফরিদপুর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ডিবি পুলিশের একটি দল সোমবার রাতে ঢাকার নাখালপাড়া এলাকা থেকে সত্যজিৎকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার স্ত্রী মনিকা মজুমদার ঢাকা ডিবি অফিসে খোঁজ নিলে সেখানে তার কোনো খোঁজ পাননি।

পরে তেজগাঁও থানায় গেলে পুলিশ সত্যজিতের গ্রেফতারের কোনো খবর জানা নেই বলে জানান। এদিকে গতকাল রাতেই ডিবি পুলিশ ফরিদপুর কোতোয়ালি থানায় সত্যজিৎকে হস্তান্তর করে।

জানা গেছে, মন্ত্রীর এপিএস থাকাকালীন দুর্নীতির মাধ্যমে অল্পদিনেই কয়েক কোটি টাকার মালিক বনে যান তিনি। পরে মন্ত্রী বিষয়টি বুঝতে পেরে সত্যজিৎকে বহিষ্কার করেন। মন্ত্রীর এপিএস থেকে বহিষ্কৃত হওয়ার পর সত্যজিতের নানা দুর্নীতি ও অপকর্মের ইতিহাস বেরিয়ে আসে।

কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দে জানান, চাঁদাবাজি, দুর্নীতি ও নানা অপকর্মের ঘটনায় দুদকসহ ফরিদপুর কোতোয়ালি থানায় সত্যজিতের বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে ১৮টি মামলায় সে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিল।

এস.এম. তরুন/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।