চট্টগ্রামে রোববার হরতাল


প্রকাশিত: ০৪:১৪ এএম, ২৪ জানুয়ারি ২০১৫

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল যৌথভাবে রোববার সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম-সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্নাকে গ্রেফতারের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

মহানগর ছাত্রদল সভাপতি গাজী মো. সিরাজউল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিবৃতিদাতারা হলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজউল্লাহ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক সরওয়ার উদ্দিন সেলিম ও সিনিয়র যুগ্ম-আহবায়ক নুরুল আলম নুরু, দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম তৌহিদ ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম মিঠু।

বিবৃতিতে বলা হয়, ফেরদৌস আহমেদ মুন্নার বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও তাকে গ্রেফতার করে নির্যাতন চালানো হচ্ছে। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না ছাত্রদলের নেতারা।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।