শোলাকিয়ায় হামলা : জঙ্গি আনোয়ার ৫ দিনের রিমান্ডে


প্রকাশিত: ০৮:৪৫ এএম, ২৪ আগস্ট ২০১৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে আটক জঙ্গি আনোয়ার হোসেনকে শোলাকিয়া জঙ্গি হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে ৫ দিনের রিমান্ডে নিয়েছে কিশোরগঞ্জ থানা পুলিশ।

বুধবার দুপুর সোয়া ১২টার দিকে আনোয়ার হোসেনকে কিশোরগঞ্জে ১নং জুডিশিয়াল আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন। পরে আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ. ছালাম শুনানী শেষে ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে গাইবান্ধা থানা পুলিশ কঠোর নিরাপত্তায় আনোয়ার হোসেনকে কিশোরগঞ্জ আদালতে নিয়ে গেলে কিশোরগঞ্জ থানা পুলিশ তাকে শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলায় ‘শ্যোন এ্যারেস্ট’ দেখিয়ে আদালতে হাজির করে।

জানা গেছে, শোলাকিয়া হামলায় সরাসরি অংশ নেয়া জঙ্গি আবির ও শরিফুলকে আশ্রয় দেয়া জঙ্গি আনোয়ার হোসেন গাইবান্ধা জেলার পান্থপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

শোলাকিয়ায় হামলার পর গত ৭ জুলাই গাইবান্ধা পুলিশ তাকে প্রথমে ৫৪ ধারায় গ্রেফতার করে। পরে গোবিন্দগঞ্জ থানায় এ বছরের ১৬ ফেব্রুয়ারি দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

উল্লেখ্য, গত ৭ জুলাই ঈদের দিন সকালে শোলাকিয়ায় পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা। এসময় জঙ্গিরা চাপাতি দিয়ে কুপিয়ে জহিরুল ইসলাম ও আনসারুল হক নামে দুই পুলিশ কনস্টেবলকে হত্যা করে। পরে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

এসময় ঘরের ভেতর গুলিবিদ্ধ হয়ে নিহত হন গৃহবধূ ঝর্ণা ভৌমিক। একই সময় পুলিশের গুলিতে নিহত হয় আবির রহমান নামে এক জঙ্গি।

নূর মোহাম্মদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।